নারায়ণগঞ্জে সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

নারায়ণগঞ্জে জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

এ সময় তারা গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলারও বিচার দাবি করেন।

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে তারা এই দাবি জানান। পরে তারা মিছিল করেন। মিছিলটি শহীদ মিনার থেকে শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির এই কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, সদস্য শওকত আলী, নারায়ণগঞ্জ সদর শাখার সদস্য আহমেদুর রহমান তনু।

সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান। আরও বক্তব্য রাখেন সদস্যসচিব জাবেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. পিয়াল ও শাকিল সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব নাজমুল ইসলাম।

বক্তারা বলেন, কিছু দিন ধরে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের আস্ফালন দেখছি। এসবের পরিণতি ভালো হবে না। আমরা কিন্তু সাংগঠনিকভাবে কিছুই করিনি। সাধারণ জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমরা সবাইকে বলেছি শান্ত থাকতে। কিন্তু আমাদেরকে যদি উসকানি দেওয়া হয়, নিরাপত্তাহীনতায় ফেলার চেষ্টা করা হয়, ভাই-বোনদের ওপর হামলার চেষ্টা করা হয়, তাহলে ছাত্র-জনতা ঘরে বসে থাকবে না।

তারা আরও বলেন, ৫ আগস্টের পরের এবং আগের বাংলাদেশ এক না। আগের মতো ফ্যাসিবাদের দালালি চলবে না। তাহলে ছাত্র-জনতা আপনাদেরকেও প্রতিহত করতে বাধ্য হবে। আমরা কোনো অস্থিতিশীলতা চাই না। কিন্তু ছাত্র-জনতাকে বিপদের মুখে ফেলে প্রশাসনের লোকজন ঘুমাবেন, আর ছাত্র-জনতা চুপ করে বসে থাকবে? ওই ছাত্র-জনতা এখন আর বাংলাদেশে নাই।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে তারা বলেন, আওয়ামী লীগকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।

Comments

The Daily Star  | English
nahid-ctg

NCP attacked in Cox's Bazar for exposing the truth: Nahid

Hasnat says those who ruled Bangladesh in the past planned escape routes abroad

1h ago