রাজনৈতিক প্রভাবে কেবল ইসি নয় প্রতিটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে: সিইসি

এ এম এম নাসির উদ্দিন। ছবি: টিভি থেকে নেওয়া

রাজনৈতিক প্রভাবে ইলেকশন কমিশন শুধু একা নষ্ট হয়নি, প্রতিটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, 'যতদিন না আমরা এই রাজনীতিকরণ বন্ধ করতে পারব ততদিন আমাদের আর মুক্তি নাই।'

আজ রোববার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, 'আমরা ইলেকশন কমিশনে যারা আছি আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই।'

তিনি বলেন, কেউ যদি বলে নির্বাচন কমিশনের এত বদনাম এত কিছু কেন হলো তার একশটা কারণ বলতে পারবেন। আমার কাছে ১ নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। রাজনীতিবিদদের প্রভাব যদি ইসিতে বন্ধ করা না যায় তাহলে আমি মনে করি ইতিহাসের পুনরাবৃত্তি হবে। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

সিইসি বলেন, 'আমাদের সবকিছু বাস্তবিকভাবে বিবেচনা করে দেখতে হবে। একজন একটা কথা বলবে আর আমরা তালিয়া বাজালাম এটা যাতে না হয়।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago