পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হতে পারে ১৬-১৭ ফেব্রুয়ারি

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

ওমানে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ভারত মহাসাগর সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হতে পারে।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে এ দুই নেতার বৈঠক হয়।

নয়াদিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন ভারত মহাসাগর সম্মেলন আয়োজন করছে, যা আঞ্চলিক বিষয়ে এ অঞ্চলের দেশগুলোর প্রধান পরামর্শদাতাদের ফোরাম হিসেবে কাজ করে।

কূটনৈতিক সূত্র জানায়, ওমানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের বৈঠক হলে তা ভারত-বাংলাদেশ সম্পর্ককে সহজ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওমানে বৈঠকে দুই নেতা তাদের আশঙ্কাগুলো নিয়ে আলাপ করতে পারেন এবং দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করতে পারেন।'

Comments