বছরের পর বছর ধরে চলে আসা বৈষম্য রাতারাতি দূর হবে না: আলী রীয়াজ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। ছবি: স্টার

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বছরের পর বছর, দশকের পর দশক ধরে যে বৈষম্য চলে আসছে সেই বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে রাতারাতি দূর হয়ে যাবে না। এজন্য জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। 

তিনি বলেন, 'সহমর্মিতার বোধ নিয়ে একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার মাধ্যমেই ধীরে ধীরে সব বৈষম্য দূর হবে।' 

আজ মঙ্গলবার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, 'আজ আমরা যে বৈষম্যের কথা বলছি- যে আন্দোলনের জন্য মানুষ জীবন দিলো, যে দাবিতে যে তাগিদে মানুষ প্রাণ দিয়েছে, সেটা আগামীকাল অর্জিত হবে এটা মনে করার কোনো কারণ নেই। অনেকেই আশাহত হচ্ছেন- এত প্রাণ গেল, এত কিছু হলো, বৈষম্য তো কমছে না। যে বৈষম্য তৈরি হয়েছে- বছরের পর বছর, যুগের পর যুগ কাঠামোগতভাবে তৈরি করা হয়েছে, প্রতিষ্ঠান দিয়ে যাকে স্থায়ীকরণ করা হয়েছে, তা কেবল প্রাণের বিনিময়ে অবিলম্বে অর্জন করতে পারব, এটা মনে করার কোনো কারণ নেই।'

'কিন্তু আমরা প্রত্যেকে দায়িত্ববোধের দিক থেকে, আচরণ দিয়ে জ্ঞান দিয়ে চর্চা দিয়ে একটু একটু করে গ্রাস করতে পারব। আমরা যদি সহমর্মিতার বোধ তৈরি করতে পারি এবং ভিন্নমত সত্ত্বেও একটি টেবিলে বসতে পারি তাহলেই পারব', যোগ করেন তিনি।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজিম আখন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নসরুল্লাহ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক প্রমুখ।
 

Comments

The Daily Star  | English

Audits expose hidden bad loans at 6 Islamic banks

International auditors KPMG and Ernst & Young conduct asset quality reviews

1h ago