জুলাই চার্টারের ওপর নির্ভর করবে নির্বাচনের তারিখ কবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: টিভি থেকে নেওয়া

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই চার্টারের ওপর নির্ভর করবে নির্বাচনের তারিখ কবে। 

আজ শনিবার দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা বলেন প্রেস সচিব।

এখানেই আজ বিকেল ৩টার কিছু পরে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে।

শফিকুল আলম বলেন, 'বাংলাদেশের ইতিহাসে আজ খুব গুরুত্বপূর্ণ একটা দিন। জুলাই ও আগস্টে যে অভূতপূর্ব গণঅভ্যুত্থান হলো তার পরবর্তীতে বাংলাদেশকে যে পুনর্গঠন এবং এটার যে একটি রাজনৈতিক সমাধানে আমরা যাচ্ছি সেটি কীভাবে ডেমিক্রেটিক ট্রানজিশন হবে তার আজকে সূচনা আমি বলব।'

তিনি বলেন, 'এই কমিশনের মেয়াদ ছয় মাস করা হয়েছে। ছয় মাসে আমরা আশা করছি ছয়টা কমিশন যে রিপোর্টগুলো দিলো সেই রিপোর্টগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ হবে। রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেবে আমাদের আশা থাকবে পরবর্তীতে সব রাজনৈতিক দলগুলো এটাতে স্বাক্ষর করবে। যে সাইন হবে সেই সাইন ডকুমেন্টটা হবে জুলাই চার্টার। সেই জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আমাদের ইলেকশনের ডেটটা কবে।'  

প্রেস সচিব বলেন, 'এরই মধ্যে অধ্যাপক ইউনূস বলেছেন মোস্ট লাইকলি নির্বাচনটা হবে ডিসেম্বরের মধ্যে। সেক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করে যেতে পারব। পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে জিতবে তারা এগিয়ে নেবে।'

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

46m ago