চাকরি পুনর্বহালের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ শ্রমিকদের

শ্রমিকরা দুপুর ১২টার থেকে শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে রাখেন। ছবি: সংগৃহীত

ছাঁটাই করা শ্রমিকদের চাকরি পুনর্বহাল ও মামলা প্রত্যাহার করে কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জের ফতুল্লার একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ বুধবার দুপুর ১২টার দিকে শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের কয়েকশ শ্রমিক৷

সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম সড়ক অবরোধের তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

এর আগে, গত সোমবারও শ্রমিকরা একই দাবিতে নগরীর চাষাঢ়ায় সড়ক অবরোধ করে তিন ঘণ্টা বিক্ষোভ করেন।

আন্দোলনরত শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লার নয়ামাটি এলাকার ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড নামে কারখানাটিতে চার হাজারের বেশি শ্রমিক কাজ করেন। গত কয়েকমাস ধরে শ্রমিক অসন্তোষ চলছে। 

গত ১০ ফেব্রুয়ারি বকেয়া বেতন ও ন্যায্য পাওনা পরিশোধের দাবিতে কারখানার ভেতর বিক্ষোভ করেন একদল শ্রমিক। পরে আন্দোলনরত কয়েকজন শ্রমিককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাময়িক বরখাস্ত করে মালিকপক্ষ। পরে রোববার শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়।

আন্দোলনরত কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে কারখানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে একটি মামলাও করা হয়েছে বলে জানান শ্রমিকরা। এর প্রতিবাদে শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করেন।

পরে শ্রমিকরা সড়ক থেকে সরে এলে সন্ধ্যা ৬টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

যোগাযোগ করা হলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বন্ধ কারখানা খুলে দেওয়া, মামলা প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে সড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকরা। এতে যান চলাচল ব্যাহত হয়। সমাধানের আশ্বাস পাওয়ার পর তারা সড়কের অবরোধ তুলে নেন।'

জানতে চাইলে নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ডেইলি স্টারকে বলেন, 'ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিক অসন্তোষ সমাধানে প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করছেন।'

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago