আরও ৪৮ ঘণ্টা কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান

ছবি: পলাশ খান

পাঁচ দফা দাবিতে আরও ৪৮ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।

আগামীকাল বুধবার থেকে তারা এ কর্মবিরতি পালন করবেন এবং কাল সকাল ১১টায় তারা স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

আজ মঙ্গলবার আন্দোলনরত চিকিৎসকদের পক্ষে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী তন্ময় হাসান হাইকোর্ট প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন।

তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, 'ডাক্তার' পদবি শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখা।

অন্যান্য দাবিগুলোর মধ্যে আছে, দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়ানো।

গত পরশু থেকে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা কর্মবিরতি পালন করছেন।

এর মধ্যে আজ কয়েকশ ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাইকোর্ট অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রায় অংশ নেন বেশ কয়েকজন চিকিৎসকও। সাড়ে ১২টার দিকে সুপ্রিম কোর্টের ফটকে পুলিশ তাদের আটকে দেয়।

পরে আন্দোলনরত চিকিৎসক ও শিক্ষার্থীরা কর্মবিরতির ঘোষণা দেন।
কর্মবিরতি চলাকালে তারা 'একাডেমিক শাটডাউন' পালন করবেন, অর্থাৎ এ সময়ে তারা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না।

আন্দোলনকারীরা জানান, ২০১৩ সালে মেডিকেল সহকারীরা 'ডাক্তার' উপাধি ব্যবহারের অধিকার চেয়ে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। 
তাদের অভিযোগ, ১১ বছর ধরে মামলাটি বিচারাধীন থাকায় আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও মেডিকেল সহকারীরা অবৈধভাবে এই উপাধি ব্যবহার করছেন।

নোমান বলেন, 'হাইকোর্ট আজ রিট আবেদনের শুনানি সম্পন্ন করেছেন এবং রায় ঘোষণার জন্য আগামী ১২ মার্চ তারিখ ধার্য করেছেন। এটি আমাদের প্রাথমিক বিজয়।'
 

Comments

The Daily Star  | English

Bangladesh’s forex reserves fall to $25.3 billion after ACU payment

The country cleared $1.50 billion in import bills under the Asian Clearing Union (ACU)

51m ago