ডিআইজি-এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তা ওএসডি

ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

আজ বুধবার তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের ওএসডির কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একটি প্রজ্ঞাপনে ২১ জন, একটিতে ৬০ জন ও অপর আরেকটি প্রজ্ঞাপনে এক অতিরিক্ত মহাপরিদর্শককে ওএসডি করার কথা জানানো হয়েছে।

ওএসডি হওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন। প্রজ্ঞাপন তিনটি একসঙ্গে নিচে দিয়ে দেওয়া হলো।  

Comments

The Daily Star  | English

Candidates to get signal soon to start campaign: Salahuddin

BNP will announce the candidates' names after declaration of the polls schedule

11m ago