মাঝ আকাশে অক্সিজেন স্বল্পতা, ঢাকায় ফিরে এলো বিমানের ব্যাংককগামী ফ্লাইট

বিমান
ফাইল ছবি

কেবিন প্রেসার কমে যাওয়ার কারণে অক্সিজেনের পরিমাণ কম অনুভূত হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী একটি ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে।

আজ শুক্রবার দুপুরে মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে ফ্লাইটটি।

ঢাকা থেকে ব্যাংককগামী ফ্লাইট বিজি-৩৮৮ ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা থেকে ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ঘণ্টাখানেক পর উড়োজাহাজটি যখন মিয়ানমারের আকাশে তখন হঠাৎ কেবিন প্রেসার কমে যায়, উড়োজাহাজে অক্সিজেনের পরিমাণ কম অনুভূত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের মাথার ওপর থেকে ওভারহেড অক্সিজেন মাস্ক নেমে আসে। ফ্লাইটটি তখন ২৫ হাজার ফুট উচ্চতায় ছিল। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

পরিস্থিতি বিবেচনায় পাইলট উড়োজাহাজটিকে ১০ হাজার ফুট উচ্চতায় নামিয়ে এনে নিরাপদে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। দুপুর ২টায় বিমানটি নিরাপদে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অবতরণের পর বিমানে থাকা সব যাত্রীকে টার্মিনালে নিয়ে যাওয়া হয় এবং তাদের জন্য একটি অন্য বিমানে ব্যাংকক যাওয়ার ব্যবস্থা করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, 'ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করেছে।'

এ বিষয়ে বিমান এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Comments

The Daily Star  | English

'Some of your men are working in favour of a particular party'

Jamaat tells chief adviser; presses for constitutional recognition of July Charter

50m ago