ধর্ষকের বিচারের দাবিতে ঢাবিতে সাদা দলের মানববন্ধন

অপরাজেয় বাংলার পাদদেশে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের মানববন্ধন। ছবি: আনিসুর রহমান/স্টার

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, নারীর প্রতি অবমাননা বন্ধ এবং ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন শুরু করেন তারা।

সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অর্থনীতি বিভাগের প্রতিবাদ। ছবি: আনিসুর রহমান/স্টার

অপরদিকে, ধর্ষণ ও সব ধরনের সহিংসতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। 

এসময় তাদের ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

ছবি: আনিসুর রহমান/স্টার

উভয় সমাবেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানানো হয়।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago