কটকা ট্র্যাজেডি: সমুদ্রে প্রাণ হারানো সন্তানদের স্মরণ করছে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার

হারানো শিক্ষার্থীদের স্মরণে স্মৃতিস্তম্ভ। ছবি: সংগৃহীত

আজ ১৩ মার্চ। ২১ বছর আগের এই দিনে সুন্দরবনের কটকায় সফরে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে প্রাণ হারিয়েছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের নয়জন এবং বুয়েটের দুজনসহ মোট ১১ জন শিক্ষার্থী।

সন্তানসম শিক্ষার্থীদের হারানোর ওই দিনটিকে স্মরণে রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবছর দিনটিকে 'কটকা ট্র্যাজেডি দিবস' হিসেবে পালন করে আসছে।

সেই পরিক্রমায় আজ বৃহস্পতিবার শোকাবহ আবহে বিভিন্ন আয়োজনের ভেতর দিয়ে হারানো সন্তানদের স্মরণ  করছে বিশ্ববিদ্যালয় পরিবার, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা।

২০০৪ সালের ১২ মার্চ রাত সাড়ে ৯টার দিকে স্থাপত্য বিভাগের ৭৮ জন শিক্ষার্থী ও ২০ জন অতিথি খুলনা থেকে সুন্দরবন সফরে যান। ১৩ মার্চ দুপুরে কটকা সমুদ্র সৈকতে গোসলে নেমে ভাটার টানে তলিয়ে যান অনেকে। পরে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ওই ১১ জনের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের নয়জন হলেন—আরনাজ রিফাত রূপা, মো. মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মো. কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মো. আশরাফুজ্জামান এবং মো. তৌহিদুল এনাম। এছাড়া বুয়েটের দুই শিক্ষার্থী ছিলেন সামিউল ও শাকিল।

আজ কটকা ট্র্যাজেডি দিবসে কর্মসূচির মধ্যে আছে কালোব্যাজ ধারণ, শোকর‌্যালি ও কটকা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোকসভা এবং দোয়া অনুষ্ঠান। এছাড়াও বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল এবং সন্ধ্যায় এতিম শিশুদের সঙ্গে ইফতারের আয়োজন করা হবে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago

Farewell

10h ago