চট্টগ্রাম

পুলিশ হেফাজতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক পিআরও শরীফ মাহমুদ অপু

শরীফ মাহমুদ অপু। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরীফ মাহমুদ অপুকে হেফাজতে নিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে বন্দরনগরীর আগ্রাবাদ এলাকায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে একদল শিক্ষার্থী।

খবর পেয়ে পরে তাকে পুলিশ উদ্ধার করে ডাবলমুরিং থানায় নিয়ে যায়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত শরীফ মাহমুদ অপুকে গত ৫ আগস্টের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ বেতার চট্টগ্রামে বদলি করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর শরীফের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে। পরে তাকে চট্টগ্রাম বেতারের আঞ্চলিক উপ-পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ওসি রফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'একদল শিক্ষার্থী শরীফ মাহমুদ অপুকে প্রায় এক ঘণ্টা আগ্রাবাদে তার কার্যালয়ে আটকে রেখেছিল। পরে বেতার কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলা প্রশাসনকে বিষয়টি জানায়।'

'পরে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। তিনি সরকারি কর্মকর্তা হওয়ায়, তার বিষয়ে কী সিদ্ধান্ত হবে সেজন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশের অপেক্ষায় আছি,' যোগ করেন তিনি।

সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীকে তার গ্রেপ্তারের দাবিতে ডবলমুরিং থানার ভেতরে অপেক্ষা করছিল।

জানতে চাইলে চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব নাজিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শরীফ মাহমুদ অপু আওয়ামী লীগের সুবিধাভোগীদের একজন। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের কাছের লোক ছিলেন।'

Comments

The Daily Star  | English

'NCP could win 150 seats'

Nasiruddin Patwary says BNP unlikely to secure more than 50-100 seats

6m ago