শ্রমিকদের ওপর চলমান দমন-পীড়ন নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিন্দা 

রাষ্ট্র সংস্কার আন্দোলন

শ্রমিকদের মজুরি নিশ্চিতে সরকারের ব্যর্থতা ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। 

আজ বুধবার সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা দিবসে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের রাজপথে আন্দোলন করতে হচ্ছে। শ্রমিকদের প্রতি এই নিগ্রহ স্বাধীনতা দিবসকে কলঙ্কিত করেছে। 

 মঙ্গলবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত অ্যাপারেলস প্লাস ইকো ও টিএনজেড অ্যাপারেলসের শ্রমিক-কর্মচারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানায় সংগঠনটি। 

রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিবৃতিতে বলা হয়, 'এই হামলা প্রমাণ করে, পুরোনো শোষণযন্ত্র এখনো সক্রিয়।' 

'শ্রমিকদের স্বার্থ রক্ষা করা যেখানে রাষ্ট্রের দায়িত্ব, সেখানে তাদের ওপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও গুলি চালানোর ঘটনা স্পষ্ট করে যে ক্ষমতার ভারসাম্য এখনো মালিকদের পক্ষে ঝুঁকে আছে,' যোগ করা হয় বিবৃতিতে। 

'২৭ মার্চের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা' দেওয়ায় সরকারকে সাধুবাদ জানায় সংগঠন টি।  

তবে শ্রমিকদের মজুরি দিতে ব্যর্থ হলে অভিযুক্ত মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার প্রস্তুত কি না, এই প্রশ্নও রাখে রাষ্ট্র সংস্কার আন্দোলন। 

 

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago