আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে: উমামা ফাতেমা

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, 'আওয়ামী লীগকে রাজনীতি করার অনুমতি দেওয়া হবে কি না, অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হবে। এ জন্য নির্বাচিত সরকারের অপেক্ষা করতে আমরা রাজি নই।'

আওয়ামী লীগের বিচার করাও অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বলে এ সময় মন্তব্য করেন তিনি।

চট্টগ্রামে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে শুক্রবার তিনি বলেন।

উমামা ফাতেমা বলেন, 'গণঅভ্যুত্থানের সাত মাস পরও আমরা একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আটকে আছি —আওয়ামী লীগের বিচার এবং তাদের রাজনৈতিক অধিকারের প্রশ্নে।'

তিনি বলেন, 'যদি আমরা সম্মিলিতভাবে তাদের প্রতিরোধ না করি, তবে আওয়ামী লীগ পাঁচ বা ১০ বছরের মধ্যে ফিরে আসবে।'

জুলাই-আগস্টের মামলা থেকে মূল অভিযুক্ত ব্যক্তিদের বাদ দেওয়ায় তিনি কর্তৃপক্ষের সমালোচনা করেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থানে সংহতি প্রকাশ করতে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Govt to seek $1b budget support from Japan

Prof Yunus will visit Tokyo from May 28-31. The two countries will also sign at least seven memoranda of understanding.

12h ago