ফাঁকা ঢাকায় ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: ইউএনবি

সাধারণ জনগণ এবার স্বস্তিতে ও নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারছেন এবং ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া ঢাকায় কোনো ষড়যন্ত্রের হুমকি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, 'সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে জনগণ এবার স্বস্তিতে ঈদযাত্রা করতে পারছে। সরকারের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে জনগণ নির্বিঘ্নে ও ভালোভাবে ঈদযাত্রা করতে পারেন এবং ঈদ শেষে নিরাপদে ঢাকায় ফিরে আসতে পারে।'

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'রাজধানীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'

তিনি বলেন, 'সবাই ছুটি ভোগ করছেন। কিন্তু পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু ছুটিতে যাচ্ছে না।'

'রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা যেন সুসংহত থাকে- সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। এজন্য তারা ধন্যবাদ প্রাপ্য। রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে,' যোগ করেন তিনি।

ফাঁকা ঢাকায় কোনো ষড়যন্ত্রের হুমকি আছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'মহান আল্লাহর রহমতে এ ধরনের কোনো ষড়যন্ত্রের হুমকি নেই।'

তিনি আরও বলেন, 'যদি কোনো ষড়যন্ত্রের হুমকি থাকে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা এ ষড়যন্ত্র মোকাবিলা করবো। জনগণ সঙ্গে থাকলে ও মোকাবিলা করলে কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না।'

পরিদর্শনকালে রাজধানীর বাস টার্মিনাল, প্রবেশ ও বহির্গমন পয়েন্ট যানজটমুক্ত রাখতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দেন উপদেষ্টা। তাছাড়া তিনি নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।

Comments

The Daily Star  | English
shop owner killed in BNP party office

Landlord beaten to death in N'ganj BNP office over rent

Altercation over Ward BNP party office's rent payment at Salmodi Bazar in Araihazar, say police

2h ago