পুলিশকে কামড় দিয়ে পালাল আসামি

ছবি: সংগৃহীত

ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে রাজধানীতে।

পল্লবী থানাধীন মিরপুর-১১ খিচুড়ি পট্টি বস্তিতে সোমবার রাতে  এ ঘটনা ঘটে। 

ওই আসামিকে আর খুঁজে না পেলেও, পরে আসামি ছিনতাইয়ের অভিযোগের বস্তি থেকে দুই নারীসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মাদক মামলায় আদালতের ওয়ারেন্ট পেয়ে বাপ্পীকে ধরতে অভিযানে চালায় পুলিশ।

ওসি নজরুল ইসলাম বলেন, 'খিচুড়ি পট্টিতে আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করতে গেলে বস্তির কয়েকজন বাধা দেয় ও পুলিশ সদস্যদের ওপরে হামলা চালায়।' 

তিনি জানান, আসামি বাপ্পীকে গ্রেপ্তারের পর বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হয় পুলিশ। প্রায় ৫০-৬০ জনকে ঠেকাতে পুলিশ যখন ব্যস্ত, তখন ধরে রাখা কনস্টেবল বাশারের হাতে কামড় দিয়ে পালিয়ে যান বাপ্পী।

আজ সন্ধ্যা ৬টায় নজরুল ইসলাম জানান, আসামিকে ধরার চেষ্টা চলছে। তবে তখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি।

বাপ্পীর হাতে থাকা হ্যান্ডকাফেরও কোনো হদিস পাওয়া যায়নি। 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago