মার্চ ফর গাজা: লাখো মানুষের স্লোগানে মুখরিত ঢাকা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে 'মার্চ ফর গাজা'য় অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানমুখি মানুষের মিছিলে কার্যত স্থবির ঢাকা।

ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে স্লোগানে মুখরিত মিছিল যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। ফলে, বিভিন্ন গন্তব্যের যানবাহন চলছে ধীর গতিতে। এমনকি শাহবাগ ও আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

ছবি: এমরান হোসেন/স্টার

আজ শনিবার বিকেল ৩টার দিকে মূল কর্মসূচি শুরু হয়। কিন্তু, সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের সব গেট দিয়ে হাজারো মানুষ সমাবেশ স্থলে আসতে শুরু করেন। তাদের হাতে নানা প্ল্যাকার্ড, ব্যানার আর ফিলিস্তিনের পতাকা।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে 'মার্চ ফর গাজা' কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন লাখো মানুষ।

ছবি: এমরান হোসেন/স্টার

ফেসবুকে 'মার্চ ফর গাজা' নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ। পেজ থেকে পাঁচটি পয়েন্ট দিয়ে সোহরাওয়ার্দীতে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে—বাংলামোটর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট দিয়ে, কাকরাইল মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে, জিরো পয়েন্ট থেকে দোয়েল চত্বর হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট দিয়ে, বকশীবাজার মোড় থেকে শহীদ মিনার হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট দিয়ে এবং নীলক্ষেত মোড় থেকে ভিসি চত্বর হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট দিয়ে।

শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলা থেকে বাস-ট্রেনযোগে মানুষ যোগ দিয়েছেন 'মার্চ ফর গাজা'য়।

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বিশ্বব্যাপী সংহতি জোরদারের লক্ষ্যে এই 'মার্চ ফর গাজা' কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

মার্চ ফর গাজা সোহরাওয়ার্দী উদ্যান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু সন্ত্রাসবিরোধী ভাস্কর্যের ওপরে চড়ে ফিলিস্তিনের পতাকা নাড়ছেন অনেকে। ছবি: আনিসুর রহমান/স্টার

আজ মাগরিবের নামাজ পর্যন্ত সমাবেশ হওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

NCP struggles to steady ship ahead of polls

Despite submitting nomination papers, the party remains short of election-ready structures, with crucial tasks, such as strategy-setting and manifesto drafting, either stalled or unfinished.

13h ago