টিউলিপকে বাংলাদেশে আনতে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে দুদক

টিউলিপ
টিউলিপ সিদ্দিক। ফাইল ছবি

দুর্নীতি মামলায় অভিযুক্ত ব্রিটিশ এমপি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে আনতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চাইবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, টিউলিপ সিদ্দিক শুধু আদালতে হাজির হয়েই প্লট জালিয়াতির অভিযোগে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন।

বাংলাদেশের আদালতের নির্দেশ অনুসরণ করে আন্তর্জাতিক সংস্থার সাহায্যে তাকে দেশে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। 

রাজধানীর পূর্বাচলে প্লট পাওয়া সহ, গুলশানে একটি ফ্ল্যাট দখলের অভিযোগে ইতোমধ্যে মামলা করেছে দুদক।

দুদক জানিয়েছে, আদালতে টিউলিপের উপস্থিতি নিশ্চিত করতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা নেওয়া হবে।

দুদক মহাপরিচালক সম্প্রতি আরও বলেছেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি আদালতে হাজির না হলে পলাতক অপরাধী হিসেবে গণ্য করা হবে।

 

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

17h ago