খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরা ২৯ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে

কুড়িল

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিটের (এমআরটি লাইন-১) ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী সড়কে প্রায় ২৯ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞার সই করা এক আদেশে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল)  সন্ধ্যা ৭টা থেকে আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী যান চলাচল বন্ধ থাকবে। যে কারণে বিকল্প হিসেবে রেডিসন হোটেলের সামনে ইউটার্ন করে কুড়িল ফ্লাইওভার অথবা অন্য বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

6h ago