সাংবাদিক নুরুজ্জামান লাবুকে হুমকি-হয়রানির ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উদ্বেগ

সাংবাদিক নুরুজ্জামান লাবু। ছবি: সংগৃহীত

জঙ্গিবাদ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক নুরুজ্জামান লাবুকে হুমকি ও হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আয়ারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স (এফএলডি)। 

আজ শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি লাবুর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাকে হুমকি ও হয়রানির ঘটনার দ্রুত, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারকে। 

বিবৃতিতে সংস্থাটি আরও বলে, এই ঘটনায় জড়িতদের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি বাংলাদেশ সরকারকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ভয় ছাড়া স্বাধীনভাবে প্রতিবেদন প্রকাশের অধিকার আছে।

এফএলডি তাদের বিবৃতিতে উল্লেখ করে, চরমপন্থীদের নিয়ে ১১ এপ্রিলের এক প্রতিবেদনে একটি ছবি প্রকাশের জন্য গত ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত একাধিক অজ্ঞাতনামা ব্যক্তি তাকে ফোনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সমর্থকদের কাছ থেকে এসেছে এসব হুমকি।

বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি লাবু ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন । এ ঘটনায় জাতীয় সাংবাদিক সংগঠনগুলো একাত্মতা জানিয়েছে এবং তার সুরক্ষার দাবি তুলেছে।

বিবৃতিতে বলা হয়, লাবুকে খুঁজতে ১৩ এপ্রিল বাংলা ট্রিবিউনের কার্যালয়ে ফোন করেন এক অজ্ঞাতনামা ব্যক্তি। সংবাদমাধ্যমটির প্রকাশিত ছবিতে নিজেকে দেখতে পেয়েছেন বলে জানান সেই ব্যক্তি।

পরবর্তীতে লাবু ফোন ব্যাক করলে সেই ব্যক্তি তাকে নাম ধরে সম্বোধন করে এবং জানায়, লাবুর ব্যক্তিগত নম্বর তাদের কাছে আছে। তারা পরে আবার যোগাযোগ করবে।

একই দিনে নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত পলাতক এক সাবেক সামরিক কর্মকর্তা বাংলা ট্রিবিউনের কাছে প্রতিবাদপত্র পাঠান। সেখানে জানানো হয়, চিঠিটি প্রকাশিত না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সেদিন রাত ১০টার দিকে লাবু আরেকটি ফোনকল পান। ফোনদাতা উত্তেজিতভাবে জিজ্ঞেস করেন, তার ছবি কেন ছাপানো হয়েছে। জঙ্গি গোষ্ঠীগুলোর সাফাই গেয়ে তিনি বলেন, এরা সন্ত্রাসী না। তাদের কর্মকাণ্ড কোনো আইনের আওতায় শাস্তিযোগ্য না।

ফোনদাতা লাবুকে হুমকি–ধমকি দিয়ে তার কাছে প্রতিবেদনে উদ্ধৃত পুলিশ কর্মকর্তার নম্বর চান। সেটি দিতে অস্বীকৃতি জানালে লাবুকে 'শেষ' করে দেওয়ার হুমকি দেন সেই ব্যক্তি।

এফএলডি জানায়, প্রতিবেদনটি প্রকাশের পর থেকে নুরুজ্জামান লাবু ফোন ও অনলাইনে ধারাবাহিকভাবে হুমকি-ভয়ভীতির শিকার হচ্ছেন। তার নিরাপত্তা ও সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago