নসরুল হামিদের নামে গুলশানে ২৩ কাঠা জমি ও ভবন জব্দের নির্দেশ

নসরুল হামিদ। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের নামে ২৩ কাঠা জমির ওপর নির্মিত একটি ভবন জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। 

জমিসহ ভবনটির বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা বলে জানা গেছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন ভবনসহ জমিটি জব্দের আদেশ দেন।

আদালতে আবেদনটি উপস্থাপন করেন দুদকের সহকারী পরিচালক ও তদন্ত দলের প্রধান মিনহাজ বিন ইসলাম। 

আবেদনে বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, নসরুল হামিদ তার সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন।

এর আগে গত ২০ এপ্রিল একই আদালত নসরুল হামিদের নামে ৭০টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন। একই দিনে তার নামে তিনটি বিলাসবহুল গাড়ি ও রাজধানীর রমনা ও বনানীতে চারটি ফ্ল্যাট জব্দ করারও আদেশ দেওয়া হয়।

গত ২৬ ডিসেম্বর দুদক নসরুল হামিদ, তার স্ত্রী সীমা হামিদ এবং ছেলে জারিফ হামিদের বিরুদ্ধে তিনটি মামলা করে। 

মামলায় বলা হয়, নসরুল হামিদ ৩৬ কোটি ৩৭ লাখ, সীমা ২০ কোটি ৮৭ লাখ এবং জারিফ ৬ কোটি ৯৪ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেছেন।

গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পরপর নসরুল হামিদের বনানীর একটি বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে থেকে ১ কোটি টাকা নগদ অর্থ, একটি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


 

Comments

The Daily Star  | English

Eid meat: Stories of sacrifice, sharing and struggle

While the well-off fulfilled their religious duty by sacrificing cows and goats, crowds of people -- less fortunate and often overlooked -- stood patiently outside gates, waiting for a small share of meat they could take home to their families

2h ago