বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। ছবি: সংগৃহীত

এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেছেন বি এইচ আই এস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। আজ শনিবার সকাল ৯টার দিকে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় রাস্তা অবরোধ করেন তারা।

শিল্প পুলিশ জানায়, টঙ্গী পূর্ব গাজীপুরের দত্তপাড়া এলাকার বি এইচ আই এস লিমিটেড কারখানার ১ হাজার ৩০০ শ্রমিক আন্দোলনে যোগ দেন।

তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ করে দেন বলে দ্য ডেইলি স্টারকে জানান জানান টংগী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবীবুর রহমান।

সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আপাতত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে এবং সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

পুলিশ জানায়, শ্রমিকরা কারখানার আশপাশেই অবস্থান করছেন।

এ বিষয়ে বি এইচ আই এস লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

Comments