অধিগ্রহণ ছাড়াই ‘১৫ বছর’ ধরে ময়লা ফেলছে ডিএনসিসি, ভূমি মালিকদের মানববন্ধন

আয়োজিত মানববন্ধন। ছবি: পলাশ খান/স্টার

সাভারের বলিয়ারপুর এলাকায় কৃষিজমিতে ভূমি অধিগ্রহণ ছাড়াই দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় জমির মালিক ও কৃষকরা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আমিনবাজার স্যানিটারি ল্যান্ডফিল প্রকল্প এলাকায় আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে ভুক্তভোগীরা প্রায় অর্ধশতাধিক আবর্জনাবাহী ট্রাক আটকে দেন, যাতে সেগুলো আর জমিতে ময়লা ফেলতে না পারে। 

প্রায় অর্ধশতাধিক আবর্জনাবাহী ট্রাক আটকে দেওয়া হয়। ছবি: পলাশ খান/স্টার

মানববন্ধনকারীদের অভিযোগ, ভূমি অধিগ্রহণ ও যথাযথ ক্ষতিপূরণ ছাড়াই প্রায় ১৫ বছর ধরে বলিয়ারপুর মৌজার প্রায় ২৫ থেকে ৩০ একর কৃষিজমি ব্যবহার করে আসছে সিটি করপোরেশন।

জমির মালিক আবুল বাসার বলেন, 'আমাদের জমিতে জোরপূর্বক ময়লা ফেলা হচ্ছে। আমরা দাবি জানাচ্ছি—হয় ময়লা সরিয়ে আমাদের জমি আগের অবস্থায় ফিরিয়ে দিন, অথবা আইন অনুযায়ী ভূমি অধিগ্রহণ করে ন্যায্যমূল্য ও ক্ষতিপূরণ দিন।'

আরেক মালিক মুস্তাক আহমেদ বলেন, 'গত ১৫ বছর ধরে আমরা কোনো চাষাবাদ করতে পারছি না। অথচ এই জমি এখনো অধিগ্রহণ করা হয়নি। আমরা কোনো দান-খয়রাত চাই না, চাই আমাদের ন্যায্যমূল্য।'

স্থানীয় বাসিন্দা ও জমির মালিক শুভ বলেন, 'ফসল ফলাতে না পারায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সরকার আমাদের জমি ফিরিয়ে দিক বা অধিগ্রহণ করে উপযুক্ত ক্ষতিপূরণ দিক।'

ছবি: পলাশ খান/স্টার

মানববন্ধনে বক্তারা জানান, মাছ চাষ, ধানসহ অন্যান্য কৃষিকাজ বন্ধ হয়ে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। কোনো প্রকার বৈধ অধিগ্রহণ ছাড়াই এ ধরনের কার্যক্রম জমির মালিকানা ও ব্যবহারযোগ্যতার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করছে।

ভুক্তভোগীরা জানান, তারা এর আগেও ডিএনসিসির প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন। তবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

তাদের দাবি, 'জাতীয় স্বার্থে ভূমি অধিগ্রহণ হলে আমরা মেনে নেব। কিন্তু অধিগ্রহণ ছাড়াই জমি দখল করে ব্যবহার করা এবং কোনো ক্ষতিপূরণ না দেওয়া সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক।'

তারা অবিলম্বে কৃষিজমি খালি করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া অথবা আইন অনুযায়ী অধিগ্রহণ করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

5h ago