ইশরাকের সমর্থকদের বিক্ষোভ, নগর ভবনের ফটক আজও তালাবদ্ধ

নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভ। ফাইল ছবি: প্রবীর দাশ/ স্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছেন তার সমর্থকেরা।

'ঢাকাবাসী' ব্যানারে এই বিক্ষোভে গতকালের মতো আজ রোববারও নগর ভবনের সব ফটক তালাবদ্ধ থাকায় ডিএসসিসির প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

করপোরেশনের শ্রমিক-কর্মচারীরাও ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এসময় 'মেয়র ছাড়া অফিস নয়' বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

সকাল সাড়ে ৯টা থেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীরা নগর ভবনের দিকে মিছিল করে আসেন। ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে নগর ভবনের সামনের রাস্তার একপাশে যানবাহন চলাচল ব্যাহত হয়।

গত ১৪ মে ইশরাক হোসেনকে মেয়র পদে নিয়োগের দাবিতে নগর ভবনের সামনে কয়েকশ লোক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর, 'ঢাকাবাসী' ব্যানারে বৃহস্পতিবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

গত ২৭ মার্চ ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ডিএসসিসির বৈধ মেয়র হিসেবে ঘোষণা করে। এই রায়ের পর, নির্বাচন কমিশন ২৭ এপ্রিল তাকে মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে একটি গেজেট প্রকাশ করে।

ইশরাক বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য। 

Comments

The Daily Star  | English

15 army officers in custody taken to tribunal amid tight security

The tribunal is set to review the progress of two cases of enforced disappearance

29m ago