সচিবালয় কর্মচারীদের নতুন কর্মসূচি: বৃহস্পতিবার থেকে প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি

ফাইল ছবি

'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' বাতিল না হওয়া পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সচিবালয়ের কর্মচারী নেতারা।

প্রতি কার্যদিবসে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে বলে আজ বুধবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবীর।

এর আগে, আজ দুপুরে 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' বাতিল করার বিষয়ে কর্মচারীদের দাবি মানা হবে কি হবে না, সেই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা জাপান সফর শেষে দেশে ফেরার পর হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। 

তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি তার কাছে তুলে ধরবেন।'

সালেহ আহমেদের নেতৃত্বে হওয়া পাঁচ সদস্যের সচিব কমিটি মন্ত্রিপরিষদ সচিবের কাছে আগের দিন কর্মচারীদের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়বস্তু অভিহিত করেন। এখন মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরবেন।

কর্মচারীরা তাদের আপত্তির বিষয়টি নিয়ে গতকাল ভূমি সচিবের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আজ বুধবারের কর্মসূচি স্থগিত করেছেন, যা শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলেছে।

গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দেওয়ার পর রোববার রাতে সেটি জারি ও কার্যকর করে সরকার। 

এই অধ্যাদেশকে 'নিবর্তনমূলক ও কালো আইন' উল্লেখ করে তা বাতিলের দাবি করছেন কর্মচারীরা।

এটি প্রত্যাহারের দাবিতে গত শনিবার থেকে টানা চার দিন সচিবালয়ের ভেতর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। 

উল্লেখ্য, জাপান সফরে থাকা প্রধান উপদেষ্টার আগামী ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে। 

Comments

The Daily Star  | English

Bangladesh’s forex reserves fall to $25.3 billion after ACU payment

The country cleared $1.50 billion in import bills under the Asian Clearing Union (ACU)

51m ago