কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে ‘পুশ ইন’ করল বিএসএফ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চলীয় সীমান্ত দিয়ে নয়জন এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শনিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া-৪৭ ব্যাটালিয়নের অধিনাযক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই নয়জন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের আসার পর এদিন সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে, সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৫৪ নম্বর সীমান্ত পিলার থেকে বাংলাদেশ ভূ-খণ্ডের আনুমানিক তিন কিলোমিটার ভেতরে ভাগজত ঘাট এলাকায় একটি নৌকা থেকে নয়জনকে নামতে দেখে স্থানীয় বাসিন্দারা আশ্রায়ন বিওপির সদস্যদের অবহিত করেন।

এতে বলা হয়, বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তাতে জানা যায়, প্রায় চার বছর আগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার বামনহাট সীমান্ত দিয়ে এই দুই পরিবারের সদস্যরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তারা উত্তর-পশ্চিম দিল্লির রামপুরা থানা এলাকায় ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

সম্প্রতি ভারতে অবৈধ বাংলাদেশি নাগরিকদের ধরপাকড় বেড়ে যাওয়ায় এবং আত্মসমর্পণ করলে হয়রানি করা হবে না—ভারত সরকার এমন ঘোষণা দেওয়ায় তারা নিজেরাই স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে স্বেচ্ছায় দেশে ফেরার অভিপ্রায় প্রকাশ করেন।

গতকাল শুক্রবার তাদের ভারতের জলঙ্গি থানার কাছে একটি বিএসএফ ক্যাম্পে নেওয়া হয় এবং সেখানে থেকে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিএসএফ তাদের কাঁটাতারহীন চরাঞ্চলীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। বাংলাদেশে প্রবেশের পর তারা হেঁটে ও ভাড়া করা মোটরসাইকেলে ভাগজত ঘাট এলাকায় এসে উপস্থিত হন, জানিয়েছে বিজিবি।

তারা শারীরিকভাবে সুস্থ আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজিবি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা ও বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। এদিন সকাল সাড়ে ১০টার দিকে সীমান্ত পিলার ৮৫/১০-এসের কাছে বিজিবি চরচিলমারী কোম্পানি ও বিএসএফ ১৪৬ ব্যাটালিয়নের জলঙ্গি কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবি পুশ ইনের প্রতিবাদ জানালে বিএসএফ কর্তৃপক্ষ তাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে। তারা অঙ্গীকার করেছে, তবে ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর নিশ্চিত করবে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় কোনো মামলা হয়নি।

এদিকে বিজিবি-৫৮ মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, বিজিবি নায়েক মো. মশিয়ার রহমানের নেতৃত্বে বেনীপুর বিওপির টহল দল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সীমান্ত পিলার ৬১/১৪-এস থেকে ১০ গজ বাংলাদেশ ভূ-খণ্ডের ভেতরে অনুপ্রবেশ করা পাঁচজন নারী ও পাঁচ শিশুকে আটক করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন মিয়া ডেইলি স্টারকে বলেন, 'আজ শনিবার সকালে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা কাজের সন্ধানে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন।'

Comments

The Daily Star  | English
enforced disappearance report Bangladesh

75% of disappearance survivors Jamaat-Shibir, 68% of those still missing BNP

Commission of Inquiry on Enforced Disappearances submits final report to CA Yunus

11h ago