সিলেটে টিলা ধসে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে । আজ রোববার ভোররাত ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বখতিয়ারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম, মেয়ে সামিয়া খাতুন (১৫) ও ছেলে আব্বাস উদ্দিন (১৩)।

আজ সকালে তাদের মরদেহ উদ্ধার শেষে পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা।

লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান জানান, গত কয়েকদিন ধরে গোলাপগঞ্জ উপজেলায় টানা ভারী বর্ষণ হচ্ছিলো। রাতে আলভিনা গার্ডেনের বিপরীতে রিয়াজ উদ্দিনের বাড়ির পাশে অবস্থিত একটি টিলা ধসে পড়ে। এতে ঘরের ভিতরে মাটিচাপা পড়েন পরিবারের চার সদস্য।

তিনি বলেন, 'ঘটনার পরপরই আমরা ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনকে খবর দিই। কিন্তু দীর্ঘ সময়েও তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। স্থানীয়রাও মাটি সরাতে চেষ্টা করে ব্যর্থ হন।'

ওসি মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, 'টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে গাছ পড়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে তাৎক্ষণিকভাবে খবর পেলেও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago