সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ৭০ জনকে ‘পুশ-ইন’

প্রতীকী ছবি

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী চারটি এলাকা দিয়ে আরও ৭০ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল বুধবার রাত থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব পুশ-ইনের ঘটনা ঘটে।

সীমান্তবর্তী অঞ্চল থেকে ওইসব ব্যক্তিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বাংলাদেশি হিসেবে তাদের পরিচয় নিশ্চিত করা হয়

আটককৃতদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন নারী এবং ৩০ জন শিশু। তারা কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বাসিন্দা।

বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,  আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। সম্প্রতি ধরা পড়ার পর বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশ-ইন করে।

তিনি আরও জানান, সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি এলাকায় ১৭ জনকে পুশ-ইন করার পর আটক করা হয়, যাদের মধ্যে চার জন পুরুষ, চারজন নারী ও নয় জন শিশু।

একই উপজেলার মিনাটিলা বিওপি এলাকা দিয়ে ২৩ জনকে পুশ-ইন করা হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাজ বিওপি এলাকা থেকে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চার জন পুরুষ, চার জন নারী এবং ছয় জন শিশু। তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা।

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট বিওপি এলাকা দিয়ে ১৭ জনকে পুশ-ইন করা হয়েছে। যাদের মধ্যে পাঁচজন পুরুষ,  চারজন নারী এবং ৮ জন শিশু রয়েছে। তারা সবাই লালমনিরহাট জেলার বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানিয়েছেন, আটককৃতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

17h ago