ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ কমে এসেছে

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক
ছবি: স্টার

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা কমে এসেছে। 

আজ শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে মহাসড়কে দূরপাল্লার যানবাহনের চাপ কমতে থাকে।

এর আগে আজ ভোর থেকে বিকেল ৫টা পর্যন্ত মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে উত্তরবঙ্গগামী দূরপাল্লার যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হন।

মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এবং বিভিন্ন স্থানে যানবাহন বিকল ও সড়ক দুর্ঘটনার কারণে সেতুর পূর্ব প্রান্ত থেকে ২৫ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। 

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কাজ করেন।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ সন্ধ্যা ৭টায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা কমে এসেছে।'

অল্প সময়ের ভেতরেই এ সড়কে  যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।

Comments

The Daily Star  | English

Complete reforms in 2yrs after polls

The move comes after months-long political dialogue held by the commission

1h ago