কিশোরগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

স্টার অনলাইন গ্রাফিক্স

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর।

আজ মঙ্গলবার সকালে উপজেলার তুলাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, 'আজ সকালে তুলাকান্দি ঈদগাহ মাঠে দু'পক্ষ ফুটবল খেলতে যায়। খেলা নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষে জড়ায়। এসময় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অনন্ত ২০ জন আহত হয়।'

তিনি আরও বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বাকি ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

9h ago