‘তারেক রহমানের যেকোনো দিন দেশে ফিরতে কোনো অসুবিধা নেই’

ছবি: সংগৃহীত

তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তারেক রহমানের দেশে ফেরা সহজ হবে কি না—জানতে চাইলে তিনি এ জবাব দেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'উনি (তারেক রহমান) যেই সময় মনে করবেন দেশে ফিরবেন।'

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গাজীপুরের সালনা হাইওয়ে থানার সামনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানান, 'কোনো রিপোর্ট আমরা যেটা বলি পুরোটা লিখবেন। পুরোটা না লিখলে খণ্ডিত রিপোর্টের ওপর পার্শ্ববর্তী দেশ একটা মিথ্যা রিপোর্ট প্রচার করে। এজন্য আমি অনুরোধ করব আপনারা কোনো খণ্ডিত রিপোর্ট দেবেন না। আমি যেটা বলি সেটা সম্পূর্ণ রাখবেন।'

বাংলাদেশের আপত্তি থাকার পরও ধারাবাহিকভাবে ভারতের পুশইন করার বিষয়ে তিনি বলেন, 'এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আপনাদের বলেছে, তারাও চিঠি দিয়েছে। বাংলাদেশের নাগরিক যদি ওদের দেশে থাকে, তাহলে আমরা অবশ্যই নেব। কিন্তু তাদের প্রপার চ্যানেলে আসতে হবে।'

ভারতে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়েছে। ফলে যাদের পুশইন করা হচ্ছে, তাদের সঙ্গে করোনা ভাইরাস দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এ বিষয়ে প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'সবার ক্ষেত্রে টেস্ট করা হচ্ছে। এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট সব জায়গায় সচেতনতা বৃদ্ধি করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।'

করোনা সংক্রমণ রোধে করণীয় বিষয়ে তিনি আরও বলেন, 'মাস্ক পকেটে না রেখে ব্যবহার করতে হবে। সচেতন করতে হবে, সবাই যেন মাস্ক ব্যবহার করেন। এখনো আমাদের সমস্যা হচ্ছে না। তারপরও করোনার জন্য সচেতন হতে হবে।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago