বকেয়া বেতন, চাকরি স্থায়ীর দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান

ছবি: স্টার

বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ী করার দাবিতে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছেন একটি সরকারি প্রকল্পের আওতাধীন স্বাস্থ্যকর্মীরা।

কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের অধীনে নিযুক্ত এই স্বাস্থ্যকর্মীরা  আজ শনিবার সকাল ১০টা থেকে সেখানে অবস্থান নেন।

দুপুর ১টা দিকে প্রায় ৫০ জন স্বাস্থ্যকর্মীকে সেখানে অবস্থান নিতে দেখা যায়।

সেখানে এক সংবাদ সম্মেলনে দাবি পূরণে স্বাস্থ্য অধিদপ্তরকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা। নইলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

এর আগে গত এপ্রিলে একই ধরনের কর্মসূচি নিয়েছিলেন তারা।  

২০২০ সালের শুরুর দিকে সরকার মহামারি চলাকালীন স্বাস্থ্যসেবা জোরদার করতে প্রাথমিকভাবে ৩৯৩ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ করেছিল। পরবর্তীতে, ইআরপিপি প্রকল্পের অধীনে আরও মেডিকেল অফিসার, নার্স এবং টেকনোলজিস্ট নিয়োগ করা হয়, যার ফলে মোট কর্মীর সংখ্যা ১,১৫৪ জনে উন্নীত হয়।

বিক্ষোভকারীদের মধ্যে দুজন জানান, মে মাসের শেষ পর্যন্ত মোট ১,০০৪ জন স্বাস্থ্যকর্মী এই প্রকল্পের অধীনে কাজ করছিলেন, যখন স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) তাদের কাজ চালিয়ে যেতে নিষেধ করে।

আন্দোলনকারীদের একজন, শামীম শাহ বলেন, 'কিন্তু আমরা পাঁচ মাস কাজ করেছি এবং কোনো বেতন পাইনি।'

এর আগে ইআরপিপি প্রকল্পের একজন কর্মকর্তা জানিয়েছিলেন যে স্বাস্থ্যকর্মীদের বেতন বিশ্বব্যাংকের অর্থায়নে দেওয়া হতো, যা গত ডিসেম্বরে শেষ হয়েছে। সেই থেকে তারা কোনো বেতন পাননি।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago