১০ মাসে ১৪৪১ অসচ্ছল সাংবাদিক পরিবারকে ৮ কোটি টাকা সহায়তা সরকারের

গত ১০ মাসে এক হাজার ৪৪১টি অসুস্থ-অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে সাত কোটি ৭৩ লাখ ৬৬ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে অন্তর্বর্তী সরকার।

আজ বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কল্যাণ অনুদান প্রদান কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে গত বছরের ৩০ অক্টোবর ঢাকাসহ সারাদেশের ৩৫০ জন সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে দুই কোটি ৩৬ লাখ টাকা বিতরণ করা হয়। এরপর এ বছরের ৩০ জানুয়ারি ৩০৫ জন সাংবাদিক-সন্তানকে এককালীন বৃত্তিবাবদ দেওয়া হয় ৫৫ লাখ ২৬ হাজার টাকা। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ১২০ জন শিক্ষার্থীকে ১৪ লাখ ৪০ হাজার টাকা, উচ্চমাধ্যমিক ও ডিপ্লোমা পর্যায়ের ৭০ জন শিক্ষার্থীকে ১২ লাখ ৬০ হাজার টাকা, স্নাতক (সম্মান) ও ফাজিল পর্যায়ের ১০৪ জন শিক্ষার্থীকে ২৪ লাখ ৯৬ হাজার টাকা এবং প্রকৌশল ও মেডিক্যাল পর্যায়ের ১১ জন শিক্ষার্থীকে তিন লাখ ৩০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। একই দিন ১২৭ জন সাংবাদিক ও মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারকে অনুদান হিসেবে ৮৯ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পাঁচজন সাংবাদিক পরিবারকে দুই লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা এবং গণঅভ্যুত্থানে আহত ২৬ জন সাংবাদিককে এক লাখ টাকা করে মোট ২৬ লাখ টাকা বিতরণ করা হয়।

পরবর্তীতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এ বছরের ২২ মার্চ ৩৭৪ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে এক কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করে। এর মধ্যে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার ছিল ১১টি। অনুদানপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত সাংবাদিক ছিলেন ১৯২ জন। 

সর্বশেষ গত ৩ জুন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২৫৪ জন অসুস্থ-অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে এক কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার কল্যাণ অনুদান বিতরণ করা হয়। এর মধ্যে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার ছিল ১৪টি। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, অসুস্থ-অসচ্ছল সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণ অনুদানপ্রাপ্তি একটি চলমান প্রক্রিয়া। এই কল্যাণ অনুদান প্রদান কার্যক্রম আইন দ্বারা পরিচালিত হচ্ছে। কোনো অসুস্থ কিংবা অসচ্ছল সাংবাদিক এবং মৃত সাংবাদিকের পরিবারের সদস্য কল্যাণ অনুদানের জন্য যেকোনো সময় নির্ধারিত ফর্মে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদন করতে পারবেন। আবেদন বিবেচনা করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কল্যাণ অনুদান মঞ্জুর করে থাকে।

 

Comments

The Daily Star  | English

Death toll from jet crash revised down to 33

Health ministry revises fatality count twice in a single day

1h ago