ঢাকা ক্লাবের নতুন সভাপতি শামীম হোসেন

ঢাকা ক্লাবের নতুন সভাপতি শামীম হোসেন। ছবি: সংগৃহীত
ঢাকা ক্লাবের নতুন সভাপতি শামীম হোসেন। ছবি: সংগৃহীত

শনিবার ২৮ জুন ঢাকা ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৫–২৬ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী শামীম হোসেন। 

শামীম হোসেন রবিন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরিচালক। এ ছাড়া তিনি উত্তরা ক্লাবেরও সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৬৮৩ ভোট পেয়ে জয়ী হন শামীম। 

দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির দ্বিতীয় সর্বোচ্চ ভোট (৪৯৫) পান। 

শনিবার রাজধানীর অভিজাত এই ক্লাবের পরিচালনা পর্ষদের ১০ সদস্যের নির্বাচনও অনুষ্ঠিত হয়।

সভাপতি ছাড়াও সদস্যদের ভোটে ২০২৫–২৬ সালের জন্য ১০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদও নির্বাচিত হয়। পর্ষদের নবনির্বাচিত সদস্যরা হলেন—তাজবির সালেহিন, মোহাম্মদ রবিউল ইসলাম আজাদ, তানভির আহমেদ মিকি, কুজেস্তা নুর–ই–নাহারিন, তুহিন রেজা, নাঈম মো. কাইয়ুম, ইসরাত হেলাল, মোজাহারুল হক শহিদ, মো. আমিনুর রেজা খান ও এহসানুল হক।

ঢাকা ক্লাবের নতুন সভাপতি ও পরিচালণা পর্ষদের সদস্যদের ছবি: ঢাকা ক্লাবের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
ঢাকা ক্লাবের নতুন সভাপতি ও পরিচালণা পর্ষদের সদস্যদের ছবি: ঢাকা ক্লাবের ওয়েবসাইট থেকে সংগৃহীত।

 

Comments

The Daily Star  | English

July being used as a moneymaking machine: Umama

Former spokesperson for Students Against Discrimination (SAD) Umama Fatema yesterday alleged corruption among the platform’s leaders.

1h ago