দুর্নীতির অভিযোগ

পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে গতকাল থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ।

প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করার চার মাস পর এ পদক্ষেপ নেওয়া হলো।

ডব্লিউএইচও মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস একটি সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের জানান, সায়মা ওয়াজেদ গতকাল থেকে ছুটিতে থাকবেন এবং সংস্থাটির সহকারী মহাপরিচালক ডা. ক্যাথারিনা বোহেম তার স্থলাভিষিক্ত হবেন। 

তিনি আরও জানান, বোহেম আগামী মঙ্গলবার নয়াদিল্লিতে এসইএআরও দপ্তরে যোগ দেবেন।

২০২৪ সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। 

অভিযোগ আছে, পুতুলকে এই পদে নির্বাচিত করতে তার মা (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা) প্রভাব খাটিয়েছেন।

জানুয়ারিতেই এই অভিযোগগুলোর তদন্ত শুরু করে দুদক।

 

Comments

The Daily Star  | English

Economy to face challenges in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

2h ago