যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম আমদানিতে সমঝোতা স্মারক সই

বছর ৭ লাখ টন গম আমদানিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ।

আজ রোববার খাদ্য মন্ত্রণালয় ও মার্কিন গম অ্যাসোসিয়েশনের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়।

সরকার জানিয়েছে, এর মাধ্যমে আগামী ৫ বছর যুক্তরাষ্ট্র থেকে প্রতিযোগিতামূলক মূল্যে উন্নতমানের গম আমদানি করা হবে।

এ সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ও বাণিজ্য সচিবসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার অনুষ্ঠানে বলেন, 'এ চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বিশ্বাস ও বাণিজ্যিক সহযোগিতা আরও গভীর হবে, যা উভয় পক্ষের জন্যই লাভজনক হবে।'

এ চুক্তির ফলে ট্রাম্প প্রশাসনের আরোপ করা নতুন শুল্ক হার থেকে কিছুটা ছাড় পাওয়ার কৌশলও আছে বলে মনে করছে বাংলাদেশ। 

আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর হওয়ার কথা।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB asks female employees not to wear short sleeves at work

The Bangladesh Bank has issued a dress code for its officials and employees, suggesting female workers refrain from wearing short-sleeved and short-length dresses, and leggings while on duty.

3h ago