৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬

ছবি: প্রবীর দাশ/স্টার

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পূর্ণ ফলাফল ও বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd-তে পাওয়া যাবে।

এ বছরের ১৮ জুলাই এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রয়োজন হলে যুক্তিসঙ্গত কারণে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংশোধনী আনার অধিকার তাদের সংরক্ষিত আছে।

Comments