সামরিক মর্যাদায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে শেষ বিদায়

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে সামরিক মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে কুর্মিটোলা প্যারেড গ্রাউন্ডে তার ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত হয়।

জাতীয় পতাকায় মোড়া তৌকিরের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধানের পক্ষে একজন প্রতিনিধি।

এর আগে গতকাল সোমবার মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর পাইলট তৌকিরকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ৭৬তম বিএএফএ কোর্স সম্পন্ন করে ৩৫ নম্বর স্কোয়াড্রনে কর্মরত ছিলেন। জানা যায়, ক্যাডেট অবস্থায় তিনি পিটি-৬ উড়োজাহাজে প্রথম ১০০ ঘণ্টা উড্ডয়নের প্রশিক্ষণ নেন। পরে ১৫ নম্বর স্কোয়াড্রনে প্রায় ৬০ ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করে তিনি ৩৫ নম্বর স্কোয়াড্রনে যোগ দিয়েছিলেন।

জানাজা শেষে তার মরদেহ দাফনের জন্য রাজশাহীর বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Tribunal sends 15 army officers to jail

Chief prosecutor says government and jail authorities will decide where to house the accused

3h ago