শিক্ষা সচিব প্রত্যাহার: তথ্য উপদেষ্টা

শিক্ষা সচিব প্রত্যাহারের কারণ
সচিবালয়ের এক নম্বর গেটে শিক্ষার্থীরা। ছবি: পলাশ খান/স্টার

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষা সচিব সিদ্দিক সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে ফেসবুকে এক পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ খবর জানিয়েছেন।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব।

গতকাল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির পর আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবি করেছিল শিক্ষার্থীরা।

কিন্তু, রাত পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত না এলেও, ভোররাত পৌনে ৩টার দিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান যে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর পরেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে আজ সচিবালয়ের সামনে অবস্থান নেয় এবং এক পর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়ে

এরপরেই শিক্ষা সচিবকে প্রত্যাহারের খবর জানালেন তথ্য উপদেষ্টা।   

 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

27m ago