যান্ত্রিক ত্রুটি: ২৮৭ যাত্রী নিয়ে শাহ আমানতে ফিরে গেল ঢাকাগামী ফ্লাইট

ফ্লাইটটি বর্তমানে শাহ আমানত বিমানবন্দরের বে নম্বর-৮-এ অবস্থান করছে। ছবি: সংগৃহীত

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ২০ মিনিট পর যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম ফিরে গেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

আজ বৃহস্পতিবার ফ্লাইটটি নির্ধারিত সময় সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে যান্ত্রিক ত্রুটির কারণ প্রায় ২০ মিনিট পর আবার ফিরে ৮টা ৫৮ মিনিটে শাহ আমানতে নিরাপদে অবতরণ করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যান্ত্রিক ত্রুটির পরও ফ্লাইটটি নিরাপদে চট্টগ্রামে অবতরণ করেছে এবং যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল বলেন, 'মাস্কাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে সকাল ১১টায় চট্টগ্রাম আটকে পড়া যাত্রীদের ঢাকায় পাঠানো হয়েছে।'

এর আগে, ফ্লাইটটি দুবাই থেকে এসে বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তারা জানান।

তারা আরও জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার সময় ফ্লাইটে ২৮৭ জন যাত্রী ছিলেন। ফ্লাইটটি বর্তমানে শাহ আমানত বিমানবন্দরের বে নম্বর-৮-এ অবস্থান করছে।

Comments

The Daily Star  | English

Only one agreement under Indian line of credit cancelled: Foreign adviser

Touhid says several agreements mentioned in social media discussions 'don't even exist'

19m ago