মাইলস্টোন শিক্ষক মাসুকার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক মাসুকা বেগম নিপুর কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে বিমানবাহিনীর ১০ সদস্যের একটি দল সোহাগপুর গ্রামে মাসুকার ভগ্নিপত খলিলুর রহমানের বাড়িতে আসে। তারা স্বজনদের সঙ্গে কথা বলেন ও সমবেদনা জানান।

মাসুকার শেষ ইচ্ছা অনুযায়ী তার বোনের সিদ্ধান্তে সোহাগপুরের বাড়ির পাশের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান সাংবাদিকদের বলেন, 'ঢাকা খুবই স্ট্র্যাটেজিক লোকেশন, যেখানে আমাদের নিরাপত্তা খুবই দরকার। যেহেতু ঢাকার আশেপাশের এলাকায় জনবসতি অনেক বেড়ে গেছে, সেহেতু আমাদের সব কিছু কম্প্রোমাইজ করেই ফ্লাই করতে হচ্ছে।'

এদিন দুপুরেই শিক্ষকের কবরে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি এ রকম জনবহুল এলাকায় প্রশিক্ষণ ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago