ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীর পরশুরামের বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত মোহাম্মদ ইয়াছিন লিটনের (৪০) লাশ হস্তান্তর করেছে ভারত।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিলোনিয়া চেকপোস্ট দিয়ে তার মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত ইয়াছিন লিটন বাসপদুয়া গ্রামের মনির আহমেদের ছেলে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাসপদুয়া গ্রামে কৃষি জমিতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে ইয়াছিন লিটনসহ আরও দুজন বাংলাদেশি গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় বিএসএফ ইয়াছিনকে ভারতের বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। একই ঘটনায় নিহত হন মিল্লাত হোসেন (২১) নামে আরও একজন।

আহত মো. আফছার (৩০) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে, সীমান্তবর্তী উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বিলোনিয়া চেকপোস্টে লাশ হস্তান্তর করা হয়।

লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন, বিএসএফের ৪৩ ব্যাটালিয়নের সিও এএস বীরেন্দ্র সিং, পরশুরাম থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম, ভারতের বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে এবং নিহত লিটনের বাবা মনির আহমেদ।

ওসি নুরুল হাকিম বলেন, 'নিহতের লাশ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Officials for polls duty: BNP to oppose hiring from select entities

Party will ask EC not to pick people from certain organisations known to be close to a right-wing party

9h ago