ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ: আপিলে হাইকোর্টের রায় বহাল

ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং গ্রামীণ ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ২০১০ সালে দায়ের করা একটি মানহানির মামলার কার্যক্রম বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। 

আজ রোববার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

২০০৭ সালে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া অধ্যাপক ইউনূসের এক সাক্ষাৎকারের জেরে ময়মনসিংহের আইনজীবী নজরুল ইসলাম চুন্নু ২০১০ সালে তার বিরুদ্ধে মানহানির মামলাটি দায়ের করেছিলেন।

গত বছরের ২৪ অক্টোবর হাইকোর্ট এই মামলাটি খারিজ করে দেন। হাইকোর্ট তার রায়ে উল্লেখ করেছিলেন, ওই সাক্ষাৎকারে অ্যাডভোকেট চুন্নুর নাম সরাসরি উল্লেখ করা হয়নি এবং ওই বক্তব্যের দ্বারা তিনি ব্যক্তিগতভাবে সরাসরি প্রভাবিতও হননি।

হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পরবর্তীতে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন দাখিল করেছিল।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ইউনূসের পক্ষে ছিলেন তৌফিক হোসেন।
 

Comments

The Daily Star  | English

Trusting many of the advisers was a mistake

National Citizen Party Convener Nahid Islam claimed that many advisers in the interim government have established ties with political parties and are now thinking about their “safe exits”.

3h ago