আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা, ৮ আগস্ট পর্যন্ত বিশেষ ব্যবস্থা পুলিশের

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৯ জুলাই থেকে আগামী ৮ আগস্ট পর্যন্ত বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

গতকাল সোমবার দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ।

ওই চিঠিতে বলা হয়, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো গত ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ।

চিঠিতে বলা হয়, এ সময় কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিত বাধা প্রদানসহ সারাদেশে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।

এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সরকারি-বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষার্থে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ও চিঠিতে।

নির্দেশনাগুলো হলো—

  • ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা।
  • ৮ আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তিসহ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা।
  • বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের পাশ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিতন করা।
  • গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা।
  • মোবাইল পেট্রোল জোরদার করা।
  • গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির প্রয়োজন আছে।

এই চিঠিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপপুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে।

Comments

The Daily Star  | English
shop owner killed in BNP party office

Landlord beaten to death in N'ganj BNP office over rent

Altercation over Ward BNP party office's rent payment at Salmodi Bazar in Araihazar, say police

3h ago