কাপ্তাই লেক

খাগড়াছড়ির ৫ পাড়ায় পানিবন্দি ২০০ পরিবার

মহালছড়ি ব্রিজপাড়ার চিত্র | ছবি: জয়ন্তী দেওয়ান/স্টার

টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক হারে বেড়ে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার পাঁচটি পাড়ায় অন্তত ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

এছাড়া, সড়ক ডুবে যাওয়ায় উপজেলার মুবাছড়ি ইউনিয়নের সঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। অনেকে নৌকায় চলাচল করলেও ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে মহালছড়ির ব্রিজপাড়া, সিলেটিপাড়া ও চট্টগ্রামপাড়ায় দেখা যায়, সড়কের কোথাও হাঁটুপানি, কোথাও কোমর সমান পানি। নিচু এলাকায় অনেক ঘরবাড়ি ডুবে গেছে।

কেয়াংঘাট সাতঘড়িয়া ও কাপ্তাইপাড়ার চিত্র একই রকম।

মুবাছড়ির এইচএসসি পরীক্ষার্থী রোসনা চাকমা বলেন, 'অনেক কষ্ট করে পরীক্ষা দিতে যেতে হচ্ছে। কেন্দ্রে গিয়ে পোশাক পরিবর্তন করে পরীক্ষা দিতে হচ্ছে।'

চট্টগ্রামপাড়ার বাসিন্দা মো. হোসেন আলী বলেন, 'কাপ্তাই লেকের পানি আরও বাড়লে ঘরে থাকা সম্ভব হবে না।'

মুবাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পী চাকমা বলেন, 'সড়ক ডুবে যাওয়ায় আমার ইউনিয়নবাসী জরুরি কাজে নৌকা ব্যবহার করছে। তারা খুবই বিপদের মধ্যে রয়েছে।'

কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র মহালছড়ি উপকেন্দ্রের প্রধান মো. নাসরুল্লাহ আহমেদ জানান, লেকের পানি বাড়ার কারণে গত ১ আগস্ট ল্যান্ডিং স্টেশন ডুবে গেছে। আর এক ফুট পানি বাড়লে অফিসও ডুবে যাবে।

মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু রায়হান বলেন, 'পানিবন্দি পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া, আশ্রয়কেন্দ্রে থাকা ১২টি পরিবারকে রান্না খাবার সরবরাহ করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago