যুবশক্তির সম্মেলনে গণমাধ্যমের বিরুদ্ধে ‘ঢালাও অভিযোগ’ প্রত্যাখ্যান সম্পাদক পরিষদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত 'জাতীয় যুব সম্মেলনে' গণমাধ্যম সম্পর্কে কয়েকজন বক্তার 'ঢালাও অভিযোগ' প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।

আজ বুধবার সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

এতে বলা হয়, সম্পাদক পরিষদ উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে যে, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন 'জাতীয় যুবশক্তি' আয়োজিত 'জাতীয় যুব সম্মেলন ২০২৫'-এ গণমাধ্যম সম্পর্কে ঢালাওভাবে একগুচ্ছ অনাকাঙ্ক্ষিত অভিযোগ তোলা হয়েছে। সম্মেলনে অভিযোগ আনা হয়েছে 'গণমাধ্যম গণ–অভ্যুত্থানে জড়িতদের চরিত্রহননের চেষ্টা করছে' এবং শেখ হাসিনা স্বৈরাচার আমলের মতো 'গোয়েন্দা সংস্থার মুখপাত্র' হিসেবে কাজ করছে।

বিবৃতিতে সম্পাদক পরিষদ স্পষ্টভাবে এ ধরনের ঢালাও মন্তব্য প্রত্যাখ্যান করছে।

এতে বলা হয়, গত বছরের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে বেশিরভাগ মুদ্রণ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে সম্পাদক ও সাংবাদিকরা নানা ধরনের নিপীড়ন, হয়রানি ও দমন-পীড়নের শিকার হয়েছেন।

এতে আরও বলা হয়, অভ্যুত্থান চলাকালে রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞ মানবাধিকার লঙ্ঘন, ইন্টারনেট ব্ল্যাকআউটসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু গণমাধ্যমের সাহসী প্রতিবেদনে জনগণের সামনে উঠে এসেছে। বিশেষ করে অধিকাংশ মুদ্রণ গণমাধ্যম নির্ভীকভাবে তথ্য তুলে ধরে গণঅভ্যুত্থানের পক্ষে জনমত গঠনে বিশেষ অবদান রেখেছে এবং একইসঙ্গে অনেক ভয়ভীতির মধ্যে কাজ করতে হয়েছে।

সম্পাদক পরিষদ আরও বলছে, অভ্যুত্থান-পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেও বেশিরভাগ মুদ্রণ গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখা ও সরকারের নানা সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরতে গঠনমূলক ভূমিকা রাখছে।

জাতীয় যুবশক্তির সম্মেলনে দেওয়া 'ঢালাও মন্তব্যের' তীব্র প্রতিবাদ জানিয়ে সম্পাদক পরিষদ সকল পক্ষকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছে বিবৃতিতে।

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

2h ago