ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাই, বন্ধ থাকলে ওয়েস্টিনে যাই: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ভোরে তিনি মাঝে মাঝে ৩০০ ফিট সড়কের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান, সেখানে বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিন হোটেলে যান।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি গুলশানে একটি চাঁদাবাজির ঘটনায় নাম আসার প্রসঙ্গে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, 'প্রথমত এই বিষয়টা এখনো তদন্ত চলছে, তাই এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না। তারপরও যেহেতু আমার নাম স্পেসিফিক সেখানে এসেছে এবং নামটা আসার পরে আমি একরকম অবাকই হই।'

তিনি বলেন, 'জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম ২০২২ সালে। ৫ আগস্টের পর তার সঙ্গে আমার কখনো কথা বা দেখা হয়নি।'

ওয়েস্টিন হোটেলে যাওয়া প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, 'আমি মাঝেমধ্যে রাতে যখন কাজ শেষ হয়, কখনো ভোর হয়, সে সময় বাসায় খাওয়া-দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না। তখন আমি বেশিরভাগ সময় যাই ৩০০ ফিটের নীলা মার্কেটে। সেখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। ওখানে যাই ৪-৫ জন মিলে। আবার মাঝেমধ্যে বেশি ভোর হয়ে গেলে সেখানে বন্ধ থাকে, তখন ওয়েস্টিনে যাওয়া হয়।'

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসিফ বলেন, 'আমি বলেছি যাদেরই রাজনীতি করার ইচ্ছা আছে, আমার বা মাহফুজ আলম বা ছাত্র উপদেষ্টারাই না, এই সরকারে অনেকের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচন করবেন, আমি মনে করি যে সবারই তফসিলের পর পদত্যাগ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোন প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য।'

'নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি তফসিল ঘোষণার পরবর্তী সময়টাকে। যারাই রাজনীতি করতে চান, শুধু ছাত্র উপদেষ্টারা না, যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকা যেন কোনোভাবেই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

6h ago