ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালক আজিজুর গ্রেপ্তারে ওসির কাছে ব্যাখ্যা তলব

ধানমন্ডি ৩২ এ শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক মো. আজিজুর রহমানকে কোন বিবেচনায় গ্রেপ্তার করা হয়েছিল ধানমন্ডি থানার ওসির কাছে এর ব্যাখ্যা চেয়েছে সরকার।
আজ রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ওই ওসির সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। একই সঙ্গে আজিজুরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটির তদন্ত দ্রুত শেষ করে ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) সংশোধিত ১৭৩(এ) ধারা অনুযায়ী প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন রিকশাচালক আজিজুর। পরে পুলিশ তাকে সেখান থেকে আটক করে গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখায়। পরদিন শনিবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে এর এক দিনের মাথায় আজ রোববার আজিজুরের পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ৪ আগস্ট গণঅভ্যুত্থানের সময় মামলার বাদী আরিফুল ইসলাম একটি মিছিলে অংশ নিয়েছিলেন। এজাহারে অভিযোগ করা হয়, মিছিলটি সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পৌঁছালে আসামিরা গুলি ও বোমা নিক্ষেপ করেন। এতে বাদীর পিঠে গুলি লাগে এবং তিনি আহত হন। এ ঘটনায় আহত আরিফুল ইসলাম গত ২ এপ্রিল বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি করেন।
Comments