হেলমেট পরে মাছ ধরতে হয় এই পুকুরে

রাজশাহীর দুর্গাপুরে গোলাম সাকলাইনের পুকুরে একেকটি মাছের ওজন হয় ১২-১৩ কেজি। হেলমেট ও সেফটি জ্যাকেট পরে ধরতে হয় বিশালাকার এসব মাছ। ছবি: আজহার উদ্দিন/স্টার

পুকুরে মাছ ধরতে কী লাগে? জাল বা বড়শি, বড়জোর নৌকা। কিন্তু রাজশাহীর দুর্গাপুরে মৎস্যচাষী গোলাম সাকলাইনের খামারে গেলে এই ধারণা বদলে যাবে। এখানে পুকুরে মাছ ধরতে নামলে পরতে হয় হেলমেট আর লাইফ জ্যাকেট।

প্রায় ৭০০ বিঘা জমির উপর ২৫০টির মতো পুকুর নিয়ে বিশাল কর্মযজ্ঞ গোলাম সাকলাইনের। এখান থেকে প্রতিদিন রুই, কাতলা, মৃগেল মাছ নিয়ে ট্রাক ছুটে যায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পথে।

ছবি: আজহার উদ্দিন/স্টার

সাকলাইনের খামারের জেলেরা কোমর পানিতে নেমে বিশাল বিশাল মাছ ধরছেন। প্রত্যেকের মাথায় থাকে মোটরসাইকেলের শক্তপোক্ত হেলমেট, আর গায়ে কমলা রঙের সেফটি জ্যাকেট।

ছবি: আজহার উদ্দিন/স্টার

এখানকার পুকুরের একেকটা মাছের ওজন হয় ১২-১৩ কেজি। জালে যখন ধরা পড়ে তখন মাছগুলো লাফঝাঁপ দেয়। মাছের ঝাপটায় যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কর্মীদের এমন অনাকাঙ্ক্ষিত আঘাত থেকে বাঁচাতেই গোলাম সাকলাইনের এই অভিনব ব্যবস্থা।

একসময় মাত্র একটি পুকুর দিয়ে শুরু করা গোলাম সাকলাইন এখন সফল মৎস্য খামারী। তার সাফল্য দেখে অনেকেই এখন এই ব্যবসায় আসছেন।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

5h ago