নুরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।

আজ সোমবার দুপুর সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিভাগীয় প্রধানরা তাকে সার্বক্ষণিক দেখছেন। নুরের নাকের হাড় ও চোয়ালের হাড় পুরোপুরি ঠিক হওয়ার জন্য চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। আর চোখের মধ্যে যে রক্তজমাট হয়েছে, সেটি ঠিক হতে এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে।

নুরকে স্বাভাবিক খাবার খেতে বলা হয়েছে তবে তিনি খাবার খাওয়ার সময় ব্যাথা পাচ্ছেন বলে জানিয়েছেন। এটি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বলেও জানান হাসপাতালের পরিচালক।

তিনি বলেন, 'আঘাতের পর নুরের নাক থেকে যে রক্তক্ষরণ হয়েছে তার কিছু অংশ শ্বাসনালীতে চলে গিয়েছিল। গতকাল কাশির সঙ্গে দুই বার সেই রক্ত এসেছে। তবে এতে চিন্তার কিছু নেই। তার বোর্ডের চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আইসিইউ থেকে আজ কেবিনে স্থানান্তর করা হবে।'

মাথায় আঘাত, চোয়াল ও নাকের হাড় ভাঙা এবং মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে নূর বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। গত শুক্রবার রাতে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলার সময় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মারধরের শিকার হন নুর।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago